ট্রাফিক জ্যাম, ২ কিলোমিটার হাঁটলেন প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী গঠনের ৭২তম বার্ষিকীতে সামরিক শক্তি প্রদর্শনীর দিনে মিলল দেশটির ট্রাফিক ব্যবস্থার প্রকৃত চিত্র। বৃহস্পতিবার প্রচণ্ড ট্রাফিক জ্যামের কারণে বাধ্য হয়ে প্রচণ্ড রোদের মধ্যে দুই কিলোমিটার হেটে সামরিক কুচকাওয়াজে যোগ দিতে গেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।
উইদোদো ও ইন্দোনেশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বন্দরনগরী সিলেগনে সামরিক কুচকাওয়াজে যোগ দিতে গিয়ে ট্রাফিক জ্যামের কবলে পড়েন। প্রেসিডেন্টের দেহরক্ষী ইলি দাসিলি বলেন, ৩০ মিনিট জ্যামে আটকে থাকার পরে প্রেসিডেন্ট গাড়ি থেকে বের হয়ে হাটার সিদ্ধান্ত নেন। জ্যামে আটকে থাকা ইন্দোনেশিয়া পুলিশ প্রধান টিটো কার্নাভিয়ানও প্রেসিডেন্টের সঙ্গে যোগ দেন।