টিকা দেয়ার পরও করোনায় নরওয়েতে ২৩ জনের মৃত্যু

টিকা দেয়ার পরও করোনায় নরওয়েতে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: নরওয়েতে ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ২৯ জন কোভিড টিকা দেয়ার পর বিভিন্ন জটিলতায় ভুগছে। নরওয়ের মেডিসিন এজেন্সি বলছে এদের মধ্যে ২৩ জন মারা গেছে। তবে টিকা দেয়ার কারণেই ১৩ জনের মৃত্যু সম্পর্কে মূল্যায়নের পর নিশ্চিত হওয়া গেছে। ৯ জন মারাত্মক সাইড ইফেক্টে ভুগছে।

ভ্যাকসিন দেয়ার পর এদের তাপমাত্রা বৃদ্ধি পায় ও অস্থির ভাব বা অসুস্থতা বোধ করে। তাদের অনেকে হৃদরোগ, ডেমনেশিয়া সহ অন্যান্য গুরুতর রোগে ভুগছিলো।

যে ৯ জন তীব্র সাইডইফেক্টে ভুগছে তারা অ্যালার্জির কথা বলছে। কারো প্রচ- জ্বর বা প্রবল অস্থিরতার মধ্যে রয়েছে। কম পাশর্^প্রতিক্রিয়ায় যারা আছে তারা টিকা দেওয়ার স্থানে তীব্র ব্যথা অনুভব করছে।