টানা বৃষ্টিতে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা, সতর্কতা জারি

টানা বৃষ্টিতে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিনের টানা বৃষ্টিতে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। গত বৃহস্পতিবার ১৮টি স্থানে বন্যার দ্বিতীয় স্তরে সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টির ফলে নদীগুলো উপচে পড়ে রাস্তাঘাট, কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। প্যাসের সেইন নদী উপচে পড়ে তলিয়ে গেছে প্যারিসের পর্যটন এলাকা।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলেও দেখা দিতে পারে বন্যা।