জয়পুরহাটে আলু তোলার ধুম, দাম ভালো পাওয়ায় খুশি কৃষক

জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের সর্বত্র এখন চলছে আলু তোলার ধুম। অন্যান্য বারের তুলনায় বাজারে এবার আলুর দাম ভালো পাওয়ায় আলু চাষীরা খুশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি ২০১৯-২০ মৌসুমে জেলায় ৩৮ হাজার ৩২৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৩৭ হাজার ৯১৭ হেক্টর । ৪০৮ হেক্টর বেশি জমিতে এবার আলুর চাষ হয়েছে। জেলায় এবার আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১০ লাখ মেট্রিক টন। অন্যান্য বছর আলু তোলার সময় ৬/৭ টাকা কেজি দরে বিক্রি হলেও এবার বাজারে আলু প্রকার ভেদে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কেজি বিক্রি হওয়ায় কৃষকরা খুশি বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি বিভাগ জানায়, জয়পুরহাটের আলু উন্নত মানের হওয়ায় দেশের গন্ডি পেরিয়ে ৯ টি দেশে রপ্তানী করা হয়েছিল গত বছর। দেশ গুলো হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, নেপাল ও রাশিয়া। এবারও দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার পাশাপাশি দেশের বাইরে আলু সরবরাহ করা হচ্ছে।

ফলন ভালো হওয়ায় জেলায় গ্যানোলা, মিউজিকা, ডায়মন্ড, এস্টোরিকস, কার্ডিনাল, ও রোজেটা জাতের আলু বেশি চাষ করে থাকেন কৃষকরা। জেলার ১৫ টি কোল্ড ষ্টোরেজে প্রায় দেড় লাখ মে:টন আলু রাখা সম্ভব হয় বলে জানায়, কৃষি বিভাগ।