জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য বাইরের শক্তির প্রয়োজন নেই: ইরান

জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য বাইরের শক্তির প্রয়োজন নেই: ইরান

নিউজ ডেস্ক: ইরান বলেছে, পারস্য উপসাগর এবং তার আশপাশের এলাকায় জাহাজ চলাচলে নিরাপত্তা দেয়ার জন্য বিদেশি কোন শক্তির উপস্থিতির প্রয়োজন নেই। কারণ এই নিরাপত্তা দেয়ার জন্য আঞ্চলিক দেশগুলোই সক্ষম।

পাকিস্তানের আমন্ত্রণে বহুজাতিক নৌ মহড়া আমান-২০২১ এ অংশ নিয়ে ইরানি প্রতিনিধিদলের প্রধান আরিয়া শাফাকাত রুদসারি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন।

ইরানের এ সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন, কোনো অঞ্চলে নিরাপত্তা রক্ষার জন্য বাইরে শক্তির প্রয়োজন নেই; কখনো প্রয়োজন ছিলও না। ভাগ্যক্রমে ভারত মহাসাগরীয় এলাকাযর দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করতে সক্ষম এবং পারস্পরিক সহযোগিতার মধ্যদিয়ে সম্মিলিতভাবে এই নিরাপত্তা অর্জন করতে পারে।

গত শুক্রবার থেকে পাকিস্তানের বার্ষিক আমান মহড়া শুরু হয়েছে। আঞ্চলিক দেশ ইরান ও তুরস্ক অংশ নিচ্ছেন এ মহড়ায়, তেমনি চীন, রাশিয়া এবং আমেরিকার সেনারও অংশ। ইরানের পক্ষে অংশ নিচ্ছে সেনাবাহিনী এবং আইআরজিসি’র সদস্যরা।