জার্মানিতে লকডাউনবিরোধী হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : লকডাউন সংক্রান্ত বিধি-চবজকজচনিষেধের বিরুদ্ধে জার্মানির রাজধানী শহর বার্লিনে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। তারা বলছে, এসব বিধি-নিষেধ মানুষের অধিকার ও স্বাধীনতার পরিপন্থী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে।

শনিবার সেন্ট্রাল বার্লিনের ভ্যাকসিনবিরোধী ও কনসপিরেসি থিওরিস্ট ছাড়াও নানা গোষ্ঠীভূক্ত হাজারো মানুষ এমন বিক্ষোভ করেন। এছাড়া বিক্ষোভে জার্মানির কালো, সাদা ও লাল রঙের উপনিবেশবাদী পতাকা নিয়েও তাতে অংশ নেয় সর্বস্থরের মানুষজন।

আয়োজকরা প্রাথমিকভাবে আশা করেছিল পাঁচ লাখ বিক্ষোভকারী তাতে অংশ নেবে। কিন্তু পুলিশের ধারণা বিক্ষোভ প্রায় ১৭ হাজার মানুষ অংশ নেয়। বিক্ষোভবিরোধী কিছু মানুষও সেখানে জমায়েত জন। তাদের মধ্যে অনেকের হাতে ‘গ্রান্ডমাস অ্যাগেইনস্ট দ্য রাইট’ ব্যানার নিয়ে ‘নাৎসি আউট’ স্লোগান দিচ্ছিল সে সময়।

জার্মান কর্মকর্তারা দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ শুরু হওয়ার বিষয়ে সতর্কতা দেওয়ার এমন বিক্ষোভ দেখা গেলো।

জার্মানিতে এখন পর্যন্ত ২ লাখ ১০ হাজার মানুষ করোনাভাইরাস আক্রান্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছে ৯ হাজার ১৫৪ জন। দেশটিতে করোনায় মৃত্যুহার অনেক কম। তবে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ে দেশটি চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে।

শনিবার যারা বিক্ষোভ করছে তারা বলছে, এসব বিধি-নিষেধ আমাদের স্বাধীনতা হরণ করছে। তারা স্বাধীনতা, স্বাধীনতা বলে চিৎকার করছে। আর লকডাউনবিরোধীরা আমরা এখন দ্বিতীয় দফা  আক্রান্তের মুখে বলে স্লোগান দেন।