জাতীয় পতাকা অবমাননার দায়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

খুলনার পাইকগাছায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে আলোচিত আওয়ামী লীগের সেই নেতা আবু রাইহান শাহিনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চৌমুহনী বাজার এলাকা থেকে পুলিশ তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে।
উল্লেখ্য, উপজেলার চাঁদখালী ইউনিয়নের পূর্ব গজালিয়া গ্রামের মো. রুহুল আমিনের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু রাইহান শাহিন গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন চৌমুহনী বাজারস্থ তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদ-তাঁরা খচিত পাকিস্তানি আদলে তৈরি করা পতাকা উত্তোলন করে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ইউনিয়ন আওয়ামী লীগের এক সভায় শাহীনকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর মুক্তিযোদ্ধারা বিভিন্ন সভা-সমাবেশে এ ঘটনার তীব্র নিন্দা জানায়।
অবশেষে এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে থানার এস আই মো. মোমিনুর রহমান বাদী হয়ে শাহিনের বিরুদ্ধে গত ৪ এপ্রিল থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। থানার ওসি (তদন্ত) এস,এম, শাহাদাৎ হোসেন জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার চৌমুহনী বাজার এলাকা থেকে শাহিনকে আটক করা হয়।