‘ছাঁটাই ও নির্যাতন বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক: ছাঁটাই, মামলা, নির্যাতন বন্ধ এবং স্বাস্থ্য, চাকরি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বিক্ষোভ করেছে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ করের শ্রমিকরা। কর্মসূচিতে বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকরা অংশ নেন।

বিক্ষোভের আগে সমাবেশে গার্মেন্ট টিইউসি নেতারা বলেন, একদিকে মানুষ চিকিৎসার অভাবে, অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছে। অন্যদিকে শ্রমিকদের ওপর চলছে ছাঁটাই, মামলা, গ্রেপ্তাররসহ জুলুম নির্যাতন। নেতারা এসব ছাঁটাই, নির্যাতন ও বিনা চিকিৎসায় মৃত্যু বন্ধ না হলে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন।

সমাবেশ শেষে শ্রমিকদের মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হয়। পথে কদমফুল ফোয়ারা এবং মৎস ভবন মোড়ে পুলিশ বাধা দেয়। পরে মিছিল শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে শ্রমিকরা শাহবাগ মোড় অবরোধ করে। শেষে পাঁচ সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।