চীনের সাত প্রদেশে টানা বৃষ্টিতে বন্যা-ভূমিধস

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের মধ্যে চীনে বন্য ও ভূমিধসের দেখা দিয়েছে। চীনের সাংহাই, হুনান, হুবেইসহ সাতটি প্রদেশে টানা বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস দেখা দেয়। রোববার দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর এসব এলাকায় আবারও বন্যা সতর্কতা জারি করেছে।

মঙ্গলবার থেকে চলমান টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় স্থানীয় ৩৮টি কাউন্টি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে অর্ধশতাধিক বাড়িঘর। জিয়ানসি প্রদেশে বিপজ্জনক অবস্থা থেকে হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দুর্যোগপূর্ণ অঞ্চলগুলোতে এখনও উদ্ধার অভিযান পরিচালনা করছে জরুরি সহায়তাকারী দলের সদস্যরা।