চিনের স্কুলে শিশুদের খাওয়াচ্ছে জঘন্য ও দুর্গন্ধময়

আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি বিখ্যাত বেসরকারি স্কুলের ক্যান্টিনে মেয়াদোত্তীর্ণ পঁচা খাবার পাওয়ায় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

সিচুয়ান প্রদেশের চেংডু নাম্বার সেভেন এক্সপেরিমেন্টাল হাই স্কুলে ছত্রাক পড়া রুটি, পঁচা গোশত ও সামুদ্রিক খাবার পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

এক অভিভাবক বলেছেন, এটা ভয়াবহ ও ন্যাক্কারজনক। খাবারগুলো ছিলো জঘন্য ও দুর্গন্ধময় এবং এটি শুকরের বর্জ্যের সঙ্গে তুলনীয়।

স্কুল কর্তৃপক্ষ অবশ্য এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে এবং একে ‘বিব্রতকর’ বলে উল্লেখ করেছে।

চীনে খাদ্যের নিরাপত্তা মানের দুরাবস্থা নতুন কিছু নয়। এর জন্য প্রায়ই জনক্ষোভের মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে।

গত সোমবার অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের আমন্ত্রণ পেয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিতে ওই স্কুলে যান। তাদের একটি দল স্কুলের ক্যান্টিনে গেলে সেখানকার রান্নাঘরে এই পঁচা খাবারের সন্ধান পান।

এক অভিভাবক জানিয়েছেন, বেসরকারি ওই স্কুলটিতে বাৎসরিক ফি হিসেবে পাঁচ হাজার ৮০০ মার্কিন ডলার নেওয়া হয়। সরকারি স্কুলের তুলনায় এই ফি ২০ গুণ বেশি।

তিনি আক্ষেপ করে বলেছেন, ‘আমি হাজার হাজার ডলার খরচ করি আর আমার সন্তানকে স্কুলে শুকরের খাবার খেতে হয়।