চায়ের সঙ্গে খাওয়া যাবে কাপ!

চায়ের সঙ্গে খাওয়া যাবে কাপ!

নিউজ ডেস্ক: আচ্ছা ভাবুন তো চা খাওয়ার পর যদি কাপটাও খেয়ে নেওয়া যেত, তবে কেমন হতো? ব্যাপারটা বুঝতে পারছেন না তাই তো? ভাবছেন এ আবার কেমন প্রশ্ন? ভারতের তামিলনাড়– রাজ্যে এমনই এক চায়ের দোকান আছে। যেখানে গিয়ে চায়ের সঙ্গে অনায়াসে আপনি খেয়ে ফেলতে পারবেন কাপও।

তামিলনাড়– ও মাদুরাই শহরের নীলগিরি টি স্টল। ১৯০৯ সালে এ চায়ের দোকানের পথচলা শুরু হয়েছে। বাজারচলতি দামে ভালো বিক্রির সুবাদে শুরু থেকে বহু মানুষ ভিড় জমায় চায়ের দোকানে। আর পাঁচটা দোকানের মতো মাটির কাপ আর নয়তো প্লাস্টিক কিংবা কাগজের কাপেই চা দেওয়া হতো ক্রেতাদের। তবে গত বছর অক্টোবর থেকে প্লাস্টিক বর্জনের হিড়িক শুরু হয়। পরিবেশ রক্ষার কথা মাথায় আসে দোকানের বর্তমান মালিক বিবেকের। ব্যতিক্রমী চিন্তাভাবনা শুরু করে সে। ভাবতে শুরু করে চকলেট বিস্কুটের তৈরি কাপে চা পরিবেশন করলে কেমন হয়? ব্যস! যেমন ভাবনা তেমন কাজ। তারপর থেকে সফটির মতে চকলেট কোনের পরিবর্তে চকলেট বিস্কুটের কাপে চা।