চালু‌ হ‌বে শেখ হা‌সিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট

নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাজধানীর নিমতলীর ৫০০ শয্যার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আগামী জুলাই মাসে পুরোদমে চালু হবে।

বৃহস্পতিবার (১৬ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১০০ দিনের ঘোষিত কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উদ্বোধন হওয়া সত্ত্বেও হাসপাতাল চালু না হওয়া প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ ইতোমধ্যে প্রায় শেষ। জনবল নিয়োগের প্রক্রিয়া অচিরেই শুরু হবে। তবে সীমিত পর্যায়ে হাসপাতালের কার্যক্রম চলছে।
গত বছরের ২৪ অক্টোবর বর্তমান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর চাঁনখারপুলে দুই একর জমি উপর ৯১২ কোটি টাকা ব্যয়ে ১৮ তলাবিশিষ্ট এ চিকিৎসা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘এটি চালুর ফলে আগুনে পোড়াসহ বিভিন্নভাবে দগ্ধদের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হলো।’ কিন্তু উদ্বোধনের প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও হাসপাতালটিতে এখনও পোড়া রোগীদের চিকিৎসা শুরু করা যায়নি।