চাকরি পেল নুসরাতের ভাই

নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে নুসরাত জাহান রাফির ভাই মাহমুদুল হাসান নোমানকে চাকরি দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নুসরাতের পরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তার হাতে নিয়োগপত্র তুলে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদুল হাসান নোমান নিজেই। তিনি ট্রেইনি অ্যাসিসটেন্ট হিসেবে চাকরি পেলেন।

জানা যায়, নুসরাত জাহান রাফির ভাই মাহমুদুল হাসান নোমানকে এনআরবি গ্লোবাল ব্যাংকে ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। এসময় এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এর আগে, নুসরাতের বাবা একেএম মুসা, মা শিরীনা আক্তার ও দুই ভাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করে নুসরাত এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রধানমন্ত্রী এসময় নুসরাতের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।