গ্রিসের শরণার্থীদের দিকে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: গ্রিসে আটকে থাকা প্রায় ৫০ অভিবাসীর দিকে কাঁদানে গ্যাস ছুড়েছে মেসিডোনিয়ান পুলিশ। অভিবাসীরা গ্রিস ও মেসিডোনিয়ার মধ্যকার কাঁটাতারের বেড়া টেনে খোলার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদপত্রগুলো এ কথা জানিয়েছে।

এ ঘটনার পর দুপক্ষের মারামারি ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি সামাল দিতে গ্রিক দাঙ্গা পুলিশ সেখানে হস্তক্ষেপ করে। বেশ ক’জন শরণার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বলকান দেশগুলো শরণার্থীদের আটকাতে নিজেদের সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ায় গ্রিসের ইদোমেনি শহরের নিকটবর্তী শরণার্থী শিবিরে উত্তেজনা বেড়েছে।

খবর রয়টার্স।