গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ

নিউজ ডেস্ক : গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ আগামী ৯ জুলাই (মঙ্গলবার) সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে গণফোরাম। শনিবার (৬ জুলাই) বিকালে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ এই তথ্য জানান।

গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও গণবিরোধী বাজেটের প্রতিবাদে গণফোরাম আগামী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছে।’ তিনি জানান, আগামী ৯ জুলাই ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া, বাম গণতান্ত্রিক জোটের ডাকা ৭ জুলাইয়ের হরতাল কর্মসূচিকে গণফোরাম সমর্থন দিয়েছে বলেও জানান মোশতাক আহমেদ।

উল্লেখ্য, এর আগে গণফোরাম দাবি করে বলেছে যে হারে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক। সরকারের দুর্নীতি, অদক্ষতা ও দেশ পরিচালনায় ব্যর্থতার জন্য গ্যাসের দাম বাড়িয়ে জনগণের ওপর নতুন বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর ফলে গণ-পরিবহনের ভাড়া বাড়বে, শিল্পোৎপাদনে খরচ বাড়বে। গ্যাসের দাম বাড়িয়ে সরকার প্রমাণ করল যে, তারা জনগণের স্বার্থে দেশ পরিচালনা করছে না। দেশের মানুষের বুঝতে বাকি নেই যে, এই জনপ্রতিনিধিবিহীন সরকার জনগণের কষ্ট গ্রাহ্য করে না।