গুগল ফেসবুক আমাদের অনেক তথ্য নিয়ে গেছে -প্রযুক্তি প্রতিমন্ত্রী

আমাদের অনেক তথ্য নিয়ে গেছে

সিলেট সংবাদদাতা: কোনো বিদেশির কাছে দেশের স্বাস্থ্য বিভাগের তথ্য তুলে দিতে চাইনা জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এমনিতেই গুগল ও ফেসবুক আমাদের অনেক মূল্যবান তথ্য নিয়ে গেছে। আমাদের তথ্য নিয়ে গিয়ে তারা নিজেদের দেশে কাজে লাগাচ্ছে।

এজন্য আমরা আমাদের দেশিয় প্রযুক্তিবিদদের সহায়তা নিয়ে হেলথ ডিজিটালাইজেশনের কাজ করছি। এই অ্যাপটি তৈরিতে আইসিটি মন্ত্রণালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কম্পিউটার সমিতির কারিগরি সহায়তা নিচ্ছে।
তিনি বলেন, সরকার সব মানুষকে সেবা দিতে চায়। এ জন্য দেশের প্রথম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পদ্ধতি ডিজিটালাইজেশন করা হচ্ছে। এর ফলে রোগীর সব তথ্য, রোগের ধরন, কী ওষুধ দেয়া হয়েছে সব এখানে সংরক্ষিত থাকবে। ৫-১০ বছর পর একই ব্যক্তি এখানে চিকিৎসা নিতে এলে এক ক্লিকে তার সব তথ্য চিকিৎসক পেয়ে যাবেন। এর ফলে সময় ও টাকা দুটিই কম লাগবে।

মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ‘হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন সিস্টেম’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।