গলায় মাছের কাঁটা আটকে গেলে

স্বাস্থ্য ডেস্ক: অনেকে গলায় মাছের কাঁটা আটকে যাওয়ার ভয়ে খাবার মেন্যু থেকে কাঁটাযুক্ত মাছ বাদ দেন। খাওয়ার সময় অসাবধানতা বশত মাছের কাঁটা গলায় আটকে যাওয়াটা স্বাভাবিক। তাই বলে শরীরে আমিষের ঘাটতি পূরণ করার অন্যতম উৎস মাছ খাওয়া ছেড়ে দেয়া কি ঠিক? তাহলে কি করবে? মাছের কাঁটা গলায় বিঁধলে খুব সহজেই তা নামানো যায়। জেনে নিন কিছু সহজ পদ্ধতি।

* সাদা ভাত: গলায় আটকানো মাছের কাঁটা সাদা ভাত দিয়ে খুব সহজে নামানো যায়।  এক মুঠো গরম ভাত ছোট ছোট দলা আকারে নিন। তারপর সেই ভাতের দলা না চিবিয়েই গিলে ফেলুন। এতে গলায় বিঁধে থাকা কাঁটা নেমে যাবে। একবারে কাজ না হলে আবার একই কাজ করুন।

* কলা: গলায় মাছের কাঁটা বিঁধলে সঙ্গে সঙ্গে একটি কলা খান। এতে খুব দ্রুত কাঁটা নেমে যাবে।

* লেবু ও লবণ: এক টুকরা লেবু নিন। তাতে একটু লবন মাখিয়ে চুষে খান। কিছুক্ষণের মধ্যেই কাঁটা নরম হয়ে নেমে যাবে।

* ভিনেগার: পানির সঙ্গে অল্প পরিমাণ ভিনেগার মিশিয়ে খেলে মাছের কাঁটা খুব সহজে নেমে যায়। এটি লেবুর মতোই কাজ করে।

* হালকা গরম পানি ও লবণ: হালকা গরম পানির সঙ্গে সামান্য পরিমাণ লবন মিশিয়ে খেতে পারেন। এতে মাছের কাঁটা নরম হয়ে নেমে যাবে।

* অলিভ ওয়েল: গলায় মাছের কাটার খোঁচা টের পাওয়ার পরপরই খানিকটা অলিভ অয়েল খেতে পারেন। এতে কাঁটা নরম হয়ে নেমে যাবে।

তারপরেও যদি কাঁটা না নামে তবে ভয়ের কিছু নেই, একজন চিকিৎসকের সরনাপন্ন হোন। এ চিকিৎসায় সর্বাধিক কার্যকর হোমিও চিকিৎসা।

যদি গলায় মাছের কাঁটা বিধে এবং এর জন্য কোনো প্রকার ইনফেকশন হয় তাহলে নিশ্চিন্তে হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট নিন দেখবেন খুব অল্প সময়েই আপনার গলায় আটকানো মাছের কাঁটা অথবা এই সংক্রান্ত যাবতীয় ইনফেকশন দূর হয়ে গেছে।