খান শায়খুন শহরে প্রবেশ করল সিরিয়ার সেনারা

খান শায়খুন শহরে প্রবেশ করল সিরিয়ার সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সেনারা উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শায়খুন শহরে প্রবেশ করতে সক্ষম হয়েছে। ২০১৪ সালে অর্থাৎ পাঁচ বছর আগে উগ্র সন্ত্রাসীদের কাছে শহরের নিয়ন্ত্রণ হারানোর পর প্রচণ্ড সংঘর্ষের মধ্যদিয়ে তারা আবার শহরটি উদ্ধার করতে সক্ষম হলো।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, ২০১৪ সালে শহরের নিয়ন্ত্রণ হারানোর পর এই প্রথম সিরিয়ার সেনারা খান শায়খুনে প্রবেশ করল। শহরটি ইদলিব প্রদেশে তৎপর উগ্র সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে যে, এখনো সন্ত্রাসীদের সঙ্গে সিরিয়ার সেনাদের গোলাগুলি চলছে। তবে ইরানের ফার্স নিউজ জানিয়েছে, খান শায়খুন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি সেনারা। গত কয়েকদিনের সংঘর্ষে আন-নুসরা ফ্রন্টের বহু সন্ত্রাসী হতাহত হয়েছে। সিরিয়ার বেশিরভাগ এলাকা সরকারি সেনাদের নিয়ন্ত্রণে এলেও ইদলিব প্রদেশের বিরাট অংশ সন্ত্রাসীদের হাতে রয়েছে।-পার্সটুড