কোরআন শরীফ ছেঁড়ার অভিযোগে চার শিবির কর্মী গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় কোরআন শরীফ ছেঁড়ার অভিযোগে চার শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এদের মধ্যে দু’জন শিবির কর্মী বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রামের একটি বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সাতকানিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান বলেন, সাতকানিয়ার কেরাণীহাট, ঢেমশা এলাকায় কোরআন শরীফ ছিঁড়ে ছড়িয়ে রাখার অভিযোগ পাবার পর পুলিশ বাদি হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করে।

ওই মামলায় মঙ্গলবার রাতে চারজনকে গ্রেফতার করা হয়েছে।  এদের মধ্যে দু’জন ‍আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছেন।

এ বিষয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা হাবিবুর।