কাশ্মীরে স্বাধীনতাকামী নেতা আটক

কাশ্মীরে স্বাধীনতাকামী নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক: পাবলিক সেফটি অ্যাক্টেরর আওতায় আটক করা হয়েছে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা আশরাফ সেহরাইকে। এরই সঙ্গে বেশ কয়েকজন সক্রিয় সদস্যকেও আটক করা হয়েছে। গতকাল জম্মু কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং এ খবর জানায়।

আশরাফ সেহরাই কাশ্মীরকে স্বাধীনতার জন্য পাকিস্তানকে সমর্থন দিয়ে আসছে। কাশ্মীরে উত্তেজনা ছড়ানোর চেষ্টার অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে। দীর্ঘদিনের স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলি শাহ গিলানি রাজনীতি থেকে ও হুরিয়ত কনফারেন্স থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরেই সক্রিয় হয় পুলিশ। গিলানির পর এই গোষ্ঠীর দায়িত্ব নিয়েছিল সেহরাই। অল পার্টি হুরিয়ত কনফারেন্সের দায়িত্ব নেয় সে। এই পার্টি ২৬টি স্বাধীণতাকামী গোষ্ঠীর সমন্বয়ে গড়ে উঠেছে। সেহরাইয়ের ছেলে জুনেইদ সেহরাই চলতি বছরের মে মাসে সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারান।