কাশ্মীরে উচ্চগতির ইন্টারনেটে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

কাশ্মীরে উচ্চগতির ইন্টারনেটে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের প্রশাসন উপত্যকার ২০ জেলার মধ্যে ১৮টিতে উচ্চগতির ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞার মেয়াদ ১২ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে।

বুধবার সন্ধ্যায় জারি করা এক নির্দেশে সরকার বলে, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার স্বার্থে উচ্চগতির ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা একান্ত জরুরি।

নির্দেশে আরো বলা হয়, নিরাপত্তা সংস্থাগুলো আশংকা করছে যে দেশবিরোধী শক্তিগুলো তাদের অপতৎপরতা চালানো এবং জনশৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি তরুণদের জঙ্গিবাদে উৎসাহিত করতে হাই-স্পিড সংযোগের অপব্যবহার করতে পারে।

গত বছর আগস্টে জম্মু-কাশ্মীর রাজ্যের স্বায়ত্তশাসন বিষয়ক সংবিধানের অনুচ্ছেদ বাতিল করার পর এই রাজ্যে সব ধরনের ইন্টারনেট সংযোগ কেটে দেয়া হয়। রাজ্যটিকে দ্বিখণ্ডিত করা হয়। এ নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য সবরকম চেষ্টা করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর ভারত সরকার গত জানুয়ারি থেকে শুধু মোবাইল ইন্টারনেট সেবা চালু করে। প্রথম চালু করা হয় হিন্দু প্রধান জম্মুতে এবং পরে মুসলিম সংখ্যগুরু অঞ্চল কাশ্মীরে এই সেবা চালু করা হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি