কাঁচামরিচের দাম বেড়েছে ফের

কাঁচামরিচের দাম বেড়েছে ফের

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীতে কাঁচা মরিচের দাম কেজিতে দাম ২০ টাকা বেড়েছে ফের। গত রবিবার (২৫ অক্টোবর) কাঁচা মরিচ পাইকারি বাজারে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) তা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। ওই মরিচ খুচরা বাজারের বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

জেলা শহরের বড় বাজারের পাইকারি ব্যবসায়ী ও শিহাব ভান্ডারের মালিক রুহুল আমিন বলেন, রবিবার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৬০ টাকা কেজি দরে। সেখানে গতকাল সোমবার প্রতি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। একদিনের ব্যবধানে এমন মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছে স্থানীয় ভোক্তারা। এছাড়া সবজিসহ পেঁয়াজ, আদা, রসুন, আলু এবং শুকনো মরিচের দামও বেড়েছে।

ওই বাজারের পাইকারি ব্যবসায়ী আলম মিয়া বলেন, রবিবার আড়তে প্রতি মন মরিচের দাম ছিল ৬ হাজার ৪০০ টাকা থেকে ৬ হাজার ৬০০ টাকা। সোমবার তা বেড়ে প্রতি মন ৬ হাজার ৮৫০ টাকা। তিনি বলেন, মরিচ আর আলু পচনশীল হওয়ায় আড়তের দামের চেয়ে সামান্য লাভ করে দ্রুত বিক্রি করতে হয়। এভাবে খুচরা ব্যবসায়ীরাও গ্রাহকের কাছে বিক্রি করেন। গতকালের তুলনায় পাইকারিতে প্রতি কেজি মরিচ বেশি দামে বিক্রি করতে হচ্ছে।