কলাগাছ থেকে সুতা!

কলাগাছ থেকে সুতা!

নিউজ ডেস্ক: দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত মেশিনের মাধ্যমে ফেলে দেয়া কলাগাছ থেকে সুতা তৈরি করা হচ্ছে। এরইমধ্যে কলাগাছের সুতা তৈরি করে মজুদ করছে চুয়াডাঙ্গার দুই তরুণ উদ্যোক্তা। সুতার পাশাপাশি আঁশ দিয়ে বিভিন্ন হস্তশিল্পের কাজও করা হচ্ছে।

কলাগাছ থেকে কলা সংগ্রহের পর গাছটি ফেলে দেয়া হয়। কোনও প্রয়োজনীয়তা না থাকায় মাঠেই পঁচে নষ্ট হয় গাছের কান্ড। কিন্তু এবার সেই কলা গাছের খোলস মাঠ থেকে সংগ্রহ করে মেশিনের মাধ্যমে আঁশ ছাড়ানো হয়। সেই আঁশ রোদে শুকানোর পর তৈরি হয় সুতা।

শুধু সুতাই নয়, গাছের আঁশ থেকে তৈরি হচ্ছে হস্তশিল্পের নানা জিনিস। এ কাজের সাথে সম্পৃক্তদের একজন বলেন, ‘কলমদানি ও পাপসসহ অনেক কিছুই আমরা তৈরি করেছি।