করোনাভাইরাস: ফ্রান্সে শনাক্ত রোগী ছাড়াল ১০ লাখ

করোনাভাইরাস: ফ্রান্সে শনাক্ত রোগী ছাড়াল ১০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস আক্রান্তের দ্বিতীয় ঢেউয়ে হিমশিম খাওয়া ইউরোপের দেশ ফ্রান্সে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।

গত শুক্রবার দেশটির কর্তৃপক্ষ ২৪ ঘণ্টায় রেকর্ড ৪২ হাজার ৩২ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে।

এ নিয়ে করোনা শুরুর পর থেকে দেশটিতে মোট ১০ লাখ ৪১ হাজার ৭৫ জনের করোনা শনাক্ত হল।
বিশ্বের সপ্তম দেশ হিসেবে ফ্রান্স এ উদ্বেগজনক মাইলফলক অতিক্রম করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৮৪ লাখের বেশি শনাক্ত রোগী নিয়ে এ তালিকায় সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। ভারতের শনাক্ত রোগীও ছাড়িয়েছে ৭৮ লাখ।
করোনাভাইরাসে মৃত্যু সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে এখনও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৩ লাখের বেশি।

১৫ লাখের বেশি রোগী নিয়ে চতুর্থ স্থানে আছে রাশিয়া। ১০ লাখের ঘর পেরোনো বাকি দুই দেশ হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন।
দেশটিতে মার্চ থেকে মে পর্যন্ত লকডাউনের সময় ৩১ মার্চ একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৫৭৮ জন রোগী মিলেছিল।
আক্রান্তের দিক থেকে ফের ঊর্ধ্বগতির মধ্যে ৯ সেপ্টেম্বরই ১০ হাজারের বেশি রোগী পায় দেশটি। একমাস পর, ৯ অক্টোবর মেলে ২০ হাজারের বেশি রোগী; বৃহস্পতিবার সংখ্যাটি প্রথমবারের মতো ৪০ হাজার পেরিয়ে যায়।

শুক্রবার ফ্রান্স করোনাভাইরাসে নতুন ২৯৮ জনের মৃত্যুর খবরও দিয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশটির ৩৪ হাজার ৫০৮ জনের প্রাণ কেড়ে নিল।