এবার ঈদের আগে আর বাড়ছে না মসলার দাম!

এবার ঈদের আগে আর বাড়ছে না মসলার দাম!

নিজস্ব প্রতিবেদক: গরম মসলার আন্তর্জাতিক বাজার ও বাংলাদেশে আমদানি মূল্য পর্যালোচনা করে গত ১৩ মে গরম মসলার দাম ১০ থেকে ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি।

গত ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো গরম মসলার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নির্ধারিত দাম পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই খুচরা বাজারে কার্যকর শুরু হয়। তবে এখনও খুচরা বাজারে আগের বর্ধিত দামেই অধিকাংশ গরম মসলা বিক্রি হচ্ছে। কিছু কিছু মসলার দাম কমেছে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

বিক্রেতারা বলছেন, প্রতি বছর ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগে নতুন এলসি খোলার পাশাপাশি আমদানি চালান দেশে আসে। এবার বিক্রি কমে যাওয়ায় আগের পণ্য রয়ে গেছে। তাই পাইকারি গরম মসলার দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানান তারা।

কারওয়ান বাজারের মসলা ব্যবসায়ী সুজন বলেন, সাধারণত কোরবানির ঈদের আগে এলসি খোলা ও আমদানিকৃত মসলা দেশের বাজারে আসে। এবার বিক্রি কম। আগের মালের সরবরাহ আছে, নতুন মালও এসেছে, এতে কয়েকটা মসলার দাম কমেছে।

একই কথা জানান খিলগাঁও বাজারের মসলা ব্যবসায়ী উলিউল ইসলাম। তিনি বলেন, এবার পাইকারি বাজারে আগের মসলার স্টক জমা পড়ে আছে, ঈদের আগে দাম বাড়ার প্রশ্নই ওঠে না। তাছাড়া এখন বাজারে ক্রেতার উপস্থিতি নেই, বিক্রিও ভালো না। এ অবস্থায় দাম কমতে পারে, বাড়বে না।