এফ-১৬ জঙ্গিবিমান ওড়ালেন পাকিস্তানের সেনাপ্রধান

এফ-১৬ জঙ্গিবিমান ওড়ালেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্কঃ এফ-১৬ জঙ্গিবিমান ওড়ালেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া। একই সময় আলাদা এফ-১৬-এ চালকের আসনে ছিলেন পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান। সোমবার সারাগোদায় পিএএফ ঘাঁটি মুশাফে তারা ‘কমব্যাট অ্যাকশন সিমুলেশন মিশনে’ অংশ নেন।

জেনারেল কমর পিএএফ ঘাঁটিতে পৌছার পর সেখানে তাকে স্বাগত জানান বিমান বাহিনী প্রধান। বিমান যুদ্ধের ইতিহাসে মুশাফ ঘাঁটির বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃতিত্ব রয়েছে।

এফ-১৬ চালানোর পর সেনা প্রধান স্কোয়াড্রনের ফাইটার পাইলটদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পিএএফ’র পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন এবং জাতিকে অসাধারণ সেবা প্রদানের জন্য ধন্যবাদ জানান।

ভিশনারি নেতৃত্বের জন্য পিএএফ প্রধানের প্রশংসা করে সেনাপ্রধান বলেন যে যুদ্ধে সফলতার জন্য বিভিন্ন বাহিনীর মধ্যে সংহতি ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এয়ার চিফ মার্শাল মুজাহিদ সেনাপ্রধানকে ধন্যবাদ জানান এবং প্রশিক্ষণ ও অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন বাহিনীর মধ্যে অব্যাহত আন্ত:বিনিময়ের উপর জোর দেন।