এটিএম কার্ড জালিয়াত চক্রের মূলহোতা পোল্যান্ডের নাগরিক থমাস পিটার আটক

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় রাজধানীর গুলশান থেকে থমাস পিটার নামে পোল্যান্ডের এক নাগরিকসহ সিটি ব্যাংকের ৩ কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃত পোল্যান্ডের ওই নাগরিক এটিএম কার্ড জালিয়াত চক্রের মূলহোতা বলে জানা গেছে।

ওই বিদেশিসহ বাংলাদেশি কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার সোমবার সকালে জানিয়েছেন।

atm pitar remand

পিটারসহ চারজনের ৬ দিনের রিমান্ড:

এটিএম বুথে কার্ড জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় মূল হোতা টমাস পিটারসহ চারজনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে টমাস পিটারসহ গ্রেফতারকৃত চারজনের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহরাব ।

পিটার ছাড়া গ্রেফতারকৃত অপর আসামিরা ব্যাংক কর্মকর্তা। এরা হলেন- মোরশেদ আলম মাসুদ, রেজাউল করিম ও রিয়াজ আহমেদ।

গত রোববার টমাস পিটারকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গত ১৪ ফেব্রুয়ারি ইউসিবি কর্তৃপক্ষ বনানী থানায় মামলা করে এজাহারের সঙ্গে সিসিটিভির ভিডিও জমা দেয়া হয়। ওই বিদেশি যাতে বাংলাদেশ থেকে পালাতে না পারে, সেজন্য বিমান, নৌ ও স্থলবন্দরগুলোতে নজরদারি চালাতে অনুরোধ করা হয় ব্যাংকের পক্ষ থেকে।