এক এগারোর কুশীলবদের বিচার করতে হবে -খন্দকার মোশাররফ

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: এক এগারোর কুশীলবদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার বিকাল পাঁচটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, এক এগারোর সময় যারা লেখালেখি করেছেন, তাদের বিচারের কথা বলা হচ্ছে। কিন্তু যারা এক এগারোর কুশীলব তাদের বিচার হচ্ছে না। তাদের বিচারের কোনো কথাই বলা হচ্ছে না। যারা রাজনীতিকদের নিয়ে গিয়ে অত্যাচার করেছেন তাদের বিচার করতে হবে।

বর্তমানে দেশে মানুষের জীবনের নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ।

তিনি বলেন, কথায় কথায় গুম খুন চলছে। আজ কথা বলার অধিকার আমাদের নেই। শ্বাসরুদ্ধকর অবস্থায় বাংলাদেশে আছি। রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত। ৫ জানুয়ারির ‘ভোটারবিহীন’ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের টুটি চেপে ধরা হয়েছে। আকাশ সংস্কৃতির আগ্রাসনে ভাষার বিকৃতি চলছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতার এতোটা বছর পরও গণমাধ্যমে স্বাধীনতা নেই। মাহফুজ আনামকে দিয়ে যারা সংবাদ প্রকাশ করিয়েছিলেন, তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না। তার আগে মাহমুদুর রহমানের অবস্থা আমরা দেখেছি। গণমাধ্যমকে গলা টিপে হত্যা করার প্রক্রিয়া চলছে। গণমাধ্যমের গলা টিপে ধরে ক্ষমতায় টিকে থাকার অপপ্রয়াস চালানো হচ্ছে।

নিজেদের বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।