উচ্চতা বেড়েছে এভারেস্টের!

উচ্চতা বেড়েছে এভারেস্টের!

নিউজ ডেস্ক: মাউন্ট এভারেস্টের উচ্চতা পৃথকভাবে পরিমাপে কয়েক মাস ব্যয় করার পর বিশ্বের সর্বোচ্চ এ শৃঙ্গের সংশোধিত উচ্চতা ঘোষণা করেছে নেপাল ও চীন। এর মধ্য দিয়ে এভারেস্টের সঠিক উচ্চতাকে ঘিরে বিতর্কের অবসান ঘটল।

নতুন এ আনুষ্ঠানিক উচ্চতা হলো ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার (২৯ হাজার ৩২ ফুট)। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি গত মঙ্গলবার জানিয়েছে, এভারেস্টের নতুন এ উচ্চতা নেপালের আগের পরিমাপের চেয়ে কিছুটা এবং চীনের আগের পরিমাপ থেকে প্রায় চার মিটার বেশি।

নতুন এ উচ্চতা নেপাল এবং চীনের দ্বারা পরিচালিত ত্রিকোণমিতিক এবং জিপিএস পরিমাপের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নেপাল জরিপকারীদের একটি দলকে ২০১৯ সালের মে মাসে এভারেস্টের শীর্ষে পাঠিয়েছিল। আর চীন এ বছরের শুরুর দিকে একটি দল পাঠায় সেখানে। গ্লোবাল ওয়ার্মিং এবং ২০১৫ সালের ভূমিকম্পের কারণে উচ্চতায় সম্ভাব্য পরিবর্তনের জল্পনা অনুমানের মধ্যে এই প্রথম স্বাধীনভাবে এভারেস্টের উচ্চতা পরিমাপ করল নেপাল।