ঈদের দিনের আকাশে হালকা বৃষ্টির আভাস

ঈদের দিনের আকাশে হালকা বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক: এবার শ্রাবণের শুরু থেকেই মৌসুমি বায়ু বেশ সক্রিয় রয়েছে বলে জানিয়ে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, টানা কয়েক দিনের বৃষ্টি শেষে ৩০ জুলাই থেকে ভারি বর্ষণ কমে আসবে। ৩১ জুলাই ও ১ অগাস্ট তুলনামূলক কম বৃষ্টি হবে।

তিনি জানান, আগামী শুক্র আর ঈদের দিন শনিবার ভারি বর্ষণ হবে না; তবে হালকা বৃষ্টি থাকতে পারে। বিশেষ করে রাজধানীর বাইরে রংপুর, সিলেট বিভাগে।

মুসলমানরা ঈদের নামাজে যাবেন শনিবার সকালে। লকডাউনের এই সময়ে ঈদের নামাজ হবে কেবল মসজিদে।

তবে ঈদের নামাজের পর শুরু হবে কোরবানির পশু জবাই। সে সময় বৃষ্টি হলে কিছুটা সমস্যা পোহাতে হবে। তবে পরে বৃষ্টি হলে তাতে পশুর রক্ত আর ময়লা ধুয়ে যাবে।

আরিফ হোসেন বলেন, এখন মাঝ শ্রাবণ; বর্ষারও পিক টাইম। দিনভর বৃষ্টি থাকবে না এমন নয়; মৌসুমি বায়ু কিছু সক্রিয় থাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।