ইসলামিক ফাউন্ডেশনের ভূল সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান

ইসলামিক ফাউন্ডেশনের ভূল সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান দেশের বিভিন্ন জেলা থেকে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। মজলিসু রুইয়াতিল হিলাল-এর প্রতিনিধিগণ চাঁদ দেখার দাবি করেছেন।

ইসলামিক ফাউন্ডেশনের ভূল সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান

দেশের বিভিন্ন জেলা থেকে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি মজলিসু রুইয়াতিল হিলাল-এর প্রতিনিধিগণ এবং বিভিন্ন মসজিদের মুসল্লিগন চাঁদ দেখার দাবি করেছেন। আজ মিডিয়ায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, মুন্সিগঞ্জ থেকে মজলিসু রুইয়াতুল হিলাল-এর প্রতিনিধি এবং বিভিন্ন মসজিদের মুসুল্লিরা চাঁদ দেখতে পান। দেশের বিভিন্ন জেলা থেকে যারা চাঁদ দেখেছেন তারা হলেন, ১) কুড়িগ্রামের নাগেশ্বরী থানা থেকে মুহম্মদ হাফেজ রাসেল (১৯) মোবা: 01710-203298, মুহম্মদ হাফেজ বেলাল (১৮), মুহম্মদ দাফিউল ইসলাম (১৯), মুহম্মদ ঈসা মিয়া (১৮), মুহম্মদ মুসা মিয়া (২৩), মুহম্মদ সাইফুদ্দিন (২০), জেলার ভূরুঙ্গামারী থানার জয়মনিরহাট খেকে মুহম্মদ নূর ইসলাম প্রিন্স (৪৮) মোবা: ০১৭১৩৭২১৯৪৩, মুহম্মদ আবু বকর সিদ্দিক (৫২) মোবা: ০১৭১৬৬১৫৭৮০ সহ আরো ৭-৮ জন, মুন্সিগঞ্জ থেকে চাদ দেখেছেন, মুসল্লী মুহম্মদ পায়েল (২৮), নাজমুল হুসাইন (১৭), মুসল্লী সাইদুল (১৮) দিনাজপুরের কাহারোল থেকে নাজমুস সাকিব (৩১) মোবা: ১৭১০০৪৪৬৯০,আনোয়ার (২৬) মোবা: ০১৭৭৩১৫৫৫৬৩ মাদারীপুর শিবচর উপজেলার কাঠাঁলবাড়ী থেকে মাওলানা আনোয়ার হোসেন, গাইবান্ধা থেকে মুহম্মদ ওবায়দুল্লাহসহ মসজিদের মুসুল্লীগণ মোবা:০১৭২২২৮৬০৬১, ঠাঁকুরগাঁও জেলা থেকে মুহম্মদ মেহেদি হাসান (২০), মুহম্মদ মাসুম বিল্লাহ (৩৫) মোবা: ০১৭৩৩৫৫৯৬৮২ প্রমুখ।হাদীস শরীফ অনুযায়ী ঈদের দিন রোজা রাখা হারাম। তাই চাঁদ দেখতে না পাওয়ার ইসলামিক ফাউন্ডেশনের ভূল সিদ্ধান্ত প্রত্যাহারের আহবান জানান তারা।