ইসরাইলের ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিন

তুরস্ক থেকে সশস্ত্র ড্রোন কিনতে চায় ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, গতরাতে গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া’র আকাশে ড্রোনটি ভূপাতিত হয়।

এর আগে গত ২ আগস্টেও ইসরাইলের আরেকটি ড্রোন ভূপাতিত করে ফিলিস্তিনিরা। ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই ফিলিস্তিনের গাজায় ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালায়। এছাড়া ২০০৭ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে ইহুদিবাদীরা।

গাজাবাসীরা প্রথম থেকেই তাদের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এছাড়া ইসরাইলের দখলে থাকা নিজেদের ঘর-বাড়ী ও ভূমি ফিরে পেতে গত বছরের মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ করে আসছে গাজাবাসীরা।-পার্সটুডে