ইসরাইলকে বিমান চলাচলের সুবিধা দিল সৌদি

ইসরাইলকে বিমান চলাচলের সুবিধা দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলকে তার আকাশসীমা ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার পর দু’পক্ষের মধ্যে বিমান চলাচল চুক্তি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত যেতে হলে ইসরাইলি বিমানকে সৌদি আরবের আকাশে ব্যবহার করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের আলোচনার পর ইসরাইলকে বিমান চলাচলের সুবিধা দেয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সম্মতি দেয় রিয়াদ।

ইসরাইলের প্রধানমন্ত্রী সম্প্রতি সৌদি আরব সফর করেছেন এং সেই সফরে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক হয় বলে খবর বের হয়েছে
আজ (মঙ্গলার) সকাল থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরাইলের মধ্যে বাণিজ্যিক বিমানের ফ্লাইট শুরুর কথা। তার আগে গতকাল সন্ধ্যায় সৌদি আরব তার আকাশসীমা ব্যবহারের জন্য ইসরাইলকে আনুষ্ঠানিক অনুমতি দেয়।

গত ১৬ জুলাই আর আমিরাত ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি হয়। এ কাজে মার্কিন সরকার মধ্যস্থতা করেছে।

-পার্সটুডে