আয়ের চেয়ে ব্যয় বেশি কলকাতা মেট্রোরেলে

আয়ের চেয়ে ব্যয় বেশি কলকাতা মেট্রোরেলে

আন্তর্জাতিক ডেস্ক  : মেট্রোরেলে মানুষের চলাচলের সুবিধা হয়েছে তাতে সন্দেহ নেই। তবে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ দেখছে আরেক বিপদ। এটি চালাতে তাদের যে পরিমাণ খরচ হচ্ছে আয় হচ্ছে তার চেয়ে কম। সম্প্রতি সেই ক্ষতি পূরণ করতে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো।

আগামী ডিসেম্বরের ৫ তারিখ থেকেই কার্যকর হচ্ছে নতুন ভাড়া। জানা যাচ্ছে, নতুন ভাড়ায় টাকার অঙ্ক এক থাকবে তবে কমে যাবে ‘কিলোমিটার’। অর্থাৎ আগে যেমন ভাড়া ছিল- ৫, ১০, ১৫, ২০, ২৫ টাকাই থাকছে। শুধুমাত্র দূরত্ব হিসেবে টাকার অনুপাতে আসছে বদল। আর এতেই বাড়ছে ভাড়া। এর অর্থ হলো- এখন ৫ টাকায় বা ১০ টাকার টিকেটে যতদূর ভ্রমণ করা যায় ডিসেম্বরের ৫ তারিখের পর থেকে তার চেয়ে কম পথ যাওয়া যাবে। আগের সমান পথ যেতে গুনতে বেশি টাকা।

নতুন নিয়মেও সর্বনিম্ন ভাড়া থাকছে ৫ টাকা। ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে কেউ যদি ২ কিলোমিটার যাত্রা করেন তাহলে ৫ টাকার টিকিট কাটতে হবে। ২ থেকে ৫ কিলোমিটারের মধ্যে যাত্রা করলে যাত্রীকে ১০ টাকা খরচ করতে হবে। ৫ থেকে ১০ কিমি ও ১০ থেকে ২০ কিলোমিটার যাত্রা করলে যথাক্রমে ১৫ ও ২৫ টাকার টিকিট কাটতে হবে।