আড়ংয়ের শো-রুমে বোরকা পড়ে ঢুকতে বাধা

অনলাইন ডেস্ক: দেশের মাল্টিব্রান্ড শো রুম আড়ংয়ের গুলশানের একটি আউটলেটে ‘মাস্ক’-এর অজুহাত দেখিয়ে বোরকা ও নেকাব পরিহিতা একজনকে ঢুকতে বাধা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে।

ভিডিওতে দেখা যায় – সম্পূর্ণ বোরকা পরিহিতা ও মুখে মাস্কের চেয়েও নিরাপদভাবে নেকাব জড়ানো একজন পর্দাশীল নারীকে শো রুমে ঢুকতে বাধা দেওয়া হয়। তবে স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো আড়ং শো-রুমের দায়িত্বে থাকা লোকজনও মুখে কাপড়ের মাস্ক পড়েই তাদের দায়িত্ব পালন করছিলো।

এ সময় আড়ংয়ের দায়িত্বশীলদেরকে ‘নেকাব কেন মাস্ক হবে না’ জিজ্ঞেস করা হলেও তারা কোনো জবাব দেননি বরং যে ভিডিও করছিলো তাকে বারবার ভিডিও করতে বাধা দিচ্ছিলো তারা।

বিষয়টি নিয়ে আড়ংয়ের গুলশান আউটলেটে যোগাযোগ করার জন্য ফোন করা হলে তাদের কাস্টমার কেয়ার হেল্পলাইন থেকে ফোন রিসিভ করা হয় এবং এ বিষয়ে জিজ্ঞেস করার পর লাইন কেঁটে দেয়।

তবে সোশ্যাল মিডিয়ায় তাদের এ কাজকে অপরিনামদর্শী এবং বোরকা বা নেকাবের প্রতি অশ্রদ্ধাবোধ হিসেবেই আখ্যা দিচ্ছেন অনেকে। এছাড়াও আড়ংয়ের বিভিন্ন শো-রুমের বিষয়েই বোরকা বিষয় এমন আচরণের সংবাদ পাওয়া গেছে।