‘আর নয় আমেরিকা, আর নয় আগ্রাসন’

কাজে ফেরার দাবিতে আমেরিকায় রাজ্যে রাজ্যে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেনাদের দেশত্যাগের আহ্বান জানিয়ে ইরাকের রাজধানী বাগদাদের রাস্তায় বিক্ষোভ করেছেন লাখো মানুষ।

শিয়া নেতা মুকতাদা আল-সদরের ‘লাখো জনতার মিছিল’ এর ডাকে আজ (২৪ জানুয়ারি) এই বিক্ষোভ শুরু হয়।

মিছিলে ইরাকি পতাকা হাতে তাদেরকে ‘আর নয় আমেরিকা, আর নয় আগ্রাসন’ ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভাকারীদের ঘিরে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা জোরদার করা হয়েছে বাগদাদের ‘গ্রিন জোনে’, যেখানে মার্কিন দূতাবাস অবস্থিত।

আজ এক বিবৃতিতে আল-সদর ইরাকে মার্কিন সামরিক বাহিনীর উদ্দেশে কয়েকটি দাবি জানিয়েছেন। সেগুলো হলো- আমেরিকার সঙ্গে বিদ্যমান নিরাপত্তা চুক্তি বাতিল, মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ, আমেরিকান নিরাপত্তা প্রতিষ্ঠানগুলির কার্যক্রম বন্ধ এবং ইরাকের আকাশসীমায় মার্কিনীদের প্রবেশ বন্ধ করা।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরাকের শিয়া-সমর্থিত পপুলার মবিলাইজেশন ইউনিটের (পিএমএফ) পুলিশ এবং আধা-সামরিক বাহিনীর সদস্যরা বাগদাদের কারাদা ও জাদরিয়ায় সমাবেশ এলাকার রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে।