আর্থিক মন্দা: ৮০ হাজার বাংলাদেশিকে ফেরৎ পাঠাচ্ছে ইইউ

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: আর্থিক মন্দা ও বেকারত্বের কঠিন সময় পার করছে ইউরোপীয় ইউনিয়ন। অবস্থা এতোটা নাজুক যে ইউরোপীয় দেশগুলো আর এক সাথে থাকতে পারছেনা বিধায় ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার অবস্থায় উপনীত হয়েছে। এরইমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে  ৮০ হাজার বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোমবার ঢাকা সফররত ইইউ প্রতিনিধিদের মধ্যে ইইউ ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান লেফলার এ কথা জানায়। তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন কারণে ইউরোপের দেশগুলোতে অবৈধ হয়ে যাওয়া প্রায় ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।