আরও ৬৩ মেট্রিক টন ইলিশ গেল ভারতে

নিউজ ডেস্ক: ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশের মধ্যে দ্বিতীয় চালানে ৬৩ মেট্রিক টন ২৪০ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ৮টি ট্রাকে এ ইলিশের চালান কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।

এর আগে সোমবার প্রথম চালানে দুই ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়।

জানা গেছে, দেশে ইলিশের ৃ কমার কারণ দেখিয়ে ২০১২ সালের পর রফতানি বন্ধ করে দেয় সরকার। তবে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে গত বছর ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানি করা হয়েছিল।

এর ধারাবাহিকতায় এ বছরও পশ্চিমবঙ্গে ১ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেয় বাংলাদেশ সরকার।