আযাদ কাশ্মিরকে সব ধরনের সামরিক সমর্থন দেবে পাকিস্তানি সেনারা

কাশ্মিরকে সব ধরনের সামরিক সমর্থন দেবে পাকিস্তানি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, কাশ্মির ইস্যুতে আযাদ কাশ্মিরকে পাকিস্তানি সেনারা সব ধরনের সামরিক সমর্থন দেবে।

আজাদ কাশ্মিরের প্রেসিডেন্ট সরদার মাসুদ খানের সঙ্গে রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরে মঙ্গলবার এক বৈঠকে এ ঘোষণা দেন জেনারেল বাজওয়া।

বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ বিশেষ করে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকের এ খবর জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর।
গত ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেয়ার পর থেকে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।