আবহাওয়া: সপ্তাহের শেষদিকে বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক: চলতি সপ্তাহের শেষদিকে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দেশে গতকাল তাপমাত্রা আরও বেড়েছে। কমেছে ঠান্ডা। চলতি সপ্তাহের শেষদিকে বৃষ্টির সম্ভাবনা আছে। এর পরে শীত ফের বাড়তে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। তা আজ বেড়ে হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এক দিন আগে তা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।