আফগান সেনাবাহিনীকে ১৫টি স্ক্যানঈগল ড্রোন দেবে বোয়িং

আফগান সেনাবাহিনীকে ১৫টি স্ক্যানঈগল ড্রোন দেবে বোয়িং

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে ১৫টি স্ক্যানঈগল ড্রোন দিতে চুক্তি করেছে বোয়িং ইনসিটু ইনক। এ জন্য প্রতিষ্ঠানটির সাথে ৯,৭৬৯,৩৮৭ ডলারের একটি চুক্তিও হয়েছে। এই চুক্তির আওতায় ১৫টি স্ক্যানঈগল ড্রোন, ৯টি স্ক্যানঈগল পেলোড ও তিনটি খুচরা যন্ত্রাংশের চালান দেয়া হবে। আফগান সামরিক বাহিনী এগুলো দিয়ে গুপ্তচরবৃত্তি, নজরদারির কাজ চালাবে।

সরবরাহের কাজটি ২০২১ সালের জুলাই মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। পুরো অর্থ প্রদান করবে যুক্তরাষ্ট্রের ফরেন মিলিটারি সেলস।

স্ক্যানঈগল ছোট, টেকসই ও স্বল্প উচ্চতায় চলাচলকারী ড্রোন। বোয়িংয়ের সাবসিডিয়ারি ইনসিটু এগুলো নির্মাণ করে থাকে। এগুলো প্রথমে মাছ চিহ্নিত করার জন্য নির্মাণ করা হয়েছিল। পরে অব্যাহত সংস্কার ও আধুনিকায়ন করে বর্তমান পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এখন যুদ্ধক্ষেত্রে বেশ কার্যকরি এসব ড্রোন। ২০০৪ সাল থেকে ইরাক যুদ্ধে এসব ড্রোন মোতায়েন করা হচ্ছে।

এই ড্রোন দিয়ে ৬২ মাইল এলাকায় নজরদারি চালানো যায়। তাছাড়া এগুলো ঘণ্টায় ৯২ মাইল বেগে টানা ২০ ঘণ্টা উড়তেও পারে।

স্ক্যানঈগলের ডানার প্রশস্ততা ৪.৫ ফুট, ওজন ৪৪ পাউন্ড।