আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: রুশ মহাকাশ সংস্থার তথ্যমতে, গত বুধবার জেভেদজা নামক রুশ মডিউলের ব্যাটারি রিচার্জ হওয়ার সময় এই ঘটনা ঘটে।

রাশিয়ার মহাকাশ কার্যক্রম ও গবেষণা নিয়ন্ত্রণ সংস্থা ‘রসকসমস’ জানায়, বুধবার রাশিয়ান মহাকাশচারীরা হঠাৎ তাদের মডিউলে প্লাস্টিক পোড়ার গন্ধ পান, এর পরপরই বেজে ওঠে অগ্নি সতকর্তা। তবে, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং ঘটনার কিছুক্ষণ পরেই মডিউলটির সকল কার্যক্রম স্বাভাবিক হয়ে যায়।

এই ঘটনায় নাসার এক অডিও বার্তা অনুসরণ করে রুশ সংবাদ সংস্থা রিয়া জানিয়েছে, সর্বপ্রথম রুশ মহাকাশচারী ওলেগ নোভিৎস্কাই আগুনের ধোয়া দেখতে পায়। একইসঙ্গে পোড়া গন্ধ পায় সে। ফরাসি মহাকাশচারী থমাস পেস্কুয়েত বলেছে, প্লাস্টিক এবং বিভিন্ন যন্ত্রাংশ পোড়ার গন্ধ রাশিয়ান মডিউল থেকে মার্কিন মডিউলেও ছড়িয়ে পড়ে।
রুশ মহাকাশ স্টেশনে এরকম অঘটন ঘটার ঘটনা এই প্রথম নয়। গত জুলাইয়েও স্বাভাবিক উড্ডয়ন স্থানের বাইরে চলে যাওয়ায় সফটওয়্যার ঠিকমতো কাজ না করা এবং মহাকাশচারীদের জ্ঞান হারানোর মত ঘটনা ঘটনা ঘটেছিলো।