আত্মহত্যার চিন্তা করছে অর্ধেক আইসিইউ কর্মী

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে হাসপাতালের আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোর প্রায় অর্ধেক কর্মী আত্মহত্যা করার চিন্তাভাবনা করছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

গবেষণায় দেখা গেছে যে, ৪৫ শতাংশ আইসিইউ কর্মী পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি), গুরুতর উদ্বেগ বা হতাশা কিংবা ব্যাপকভাবে মদের মধ্যে ডুবে থাকছে। আট জনের মধ্যে একজন বা ১৩ শতাংশ বলেছে যে, তারা গত দুই সপ্তাহে মৃত্যুকে বেছে নেয়া কিংবা নিজেকে আহত করার বিষয়ে ঘন ঘন চিন্তাভাবনা করেছে।

ওকুপেশনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এই সমীক্ষায় গত জুন ও জুলাইয়ে যুক্তরাজ্যজুড়ে ৯টি নিবিড় পরিচর্যা ওয়ার্ডের ৭০৯ স্বাস্থ্যকর্মীর ওপর জরিপ চালানো হয়।

গবেষণার প্রধান লেখক মনোরোগ বিশেষজ্ঞ কেসিএল ইনস্টিটিউটের অধ্যাপক নীল গ্রিনবার্গ জানায়, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) কর্মীদের ওপর করোনার যে মানসিক প্রভাব পড়েছে সেটি তাদের উচ্চ মানের সেবা দেওয়ার ক্ষমতা কমিয়ে দিতে পারে। এমন আশঙ্কা খুব বেশি।

উচ্চ মৃত্যুর হার এবং স্বজনদের সঙ্গেও সাক্ষাতের সুযোগ ছিল না তাদের। এ ধরনের যোগাযোগ চ্যালেঞ্জ নিবিড় পরিচর্যা কেন্দ্রের কর্মীদের মধ্যে সর্বোচ্চ চাপের কারণ হয়ে দাঁড়ায়।

এর মধ্যেই যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ায় পর হাসপাতালগুলোতে রোগী উপচে পড়েছে। এমন পরিস্থিতিতে লন্ডনে দৃশ্যত জরুরি অবস্থা জারি করা হয়েছে।