আগামী মাসে ভুটান যাচ্ছে নরেন্দ্র মোদি

আন্তার্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে দুই দিনের সফরে ভুটান যাচ্ছে। ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. তানদি দর্জি এ কথা জানিয়েছে।

সফরের বিস্তারিত নিয়ে আলোচনা করতে মন্ত্রী মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত করে। সফর নিয়ে আলোচনা এখনো চলছে তাই বিস্তারিত আর কিছু জানায়নি সে।
আগামী সপ্তাহে ভারত থেকে এডভান্স পার্টি ভুটান সফর করার পর সফরসূচি চূড়ান্ত করা হবে।

২০১৪ সালে প্রথম ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী মোদি প্রথম বিদেশ সফর হিসেবে ভুটানকে বেছে নিয়েছিল।

তবে দ্বিতীয় মেয়াদে গত ৩০ মে শপথ গ্রহণের পর তিনি প্রথম মালদ্বীপ ও শ্রীলংকায় সফর করে।

ভুটানের নির্বাচনে ড. লোটে শেরিংয়ের দল বিজয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেরিং তার প্রথম বিদেশ সফরে নয়া দিল্লি যায়। মে’তে মোদির শপথ অনুষ্ঠানেও যোগ দেন সে। সেখানে শেরিং ভুটান সফরের জন্য প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়ে আসে। আমন্ত্রণ গ্রহণ করে মোদি জানায় যে যত শিগগির সম্ভব তিনি ভুটান সফর করবে।