অশ্লীলতায় ফের টিকটক নিষিদ্ধ পাকিস্তানে

অশ্লীলতায় ফের টিকটক নিষিদ্ধ পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক: অশ্লীলতা চর্চার মাধ্যম হয়ে উঠেছে টিকটক। আর এই প্রেক্ষিতেই পাকিস্তানের পেশোয়ার হাইকোর্টের রায়ের পর আবারও চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ হলো পাকিস্তানে।

আদালতের মতে, টিকটকের অনেক ভিডিও পাক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়।

এর আগেও দেশটিতে এই অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল।

পেশোয়ার আদালত রায়ের পর পাক প্রশাসন রেগুলেটরকে নির্দেশ দেয় যে, অবিলম্বে সব সার্ভিস প্রোভাইডারকে বলে টিকটক বন্ধ করে দিতে হবে।
টিকটকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলো পাকিস্তানের দুই আইনজীবী। তাদের অভিযোগ ছিল, চীনের টিকটক অ্যাপটিতে যেসব ভিডিও আপলোড করা হয়, তা অনৈতিক ও পাকিস্তানের নৈতিক মূল্যবোধের সঙ্গে যায় না। আদালত তাদের যুক্তি মেনে নিয়েছেন।

এর আগে ২০২০ সালের অক্টোবরে পাকিস্তানে প্রথমবার টিকটক নিষিদ্ধ করা হয়। অশ্লীল পোস্টদাতাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার শর্তে কয়েকদিন পর তা খুলে দেওয়া হয়।