অর্থনৈতিক ক্ষতির চেয়ে প্রবীণদের মরে যাওয়া ভালো -টেক্সাসের গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক: জনস্বাস্থ্যের ওপর আরোপিত বিধিনিষেধের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির চেয়ে করোনায় প্রবীণদের মরে যাওয়াই ভালো বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর ড্যান প্যাট্রিক। সোমবার রাতে মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক টাকার কার্লসনকে প্যাট্রিক বলেছে, তার এই অবস্থানের সঙ্গে দেশের অসংখ্য তরুণ-তরুণী একমত হবে বলে বিশ্বাস করে সে।

উল্লেখ্য, বিভিন্ন গবেষণা ও এই ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু ব্যক্তিদের পরিসংখ্যান থেকে দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুঝুঁকিতে অবস্থান করে অপেক্ষাকৃত প্রবীণরা।

সরকারি হিসেবে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৭৩৪ জন। আর মারা গেছে ৫৫৩ জন।
করোনার হাত থেকে বাঁচতে জনস্বাস্থ্যগত নিষেধাজ্ঞা নিজের জানা আমেরিকার জীবনযাত্রা শেষ করে দিতে পারে আশঙ্কা প্রকাশ করেছে ড্যান প্যাট্রিক। নাতি-নাতনিদের জন্য অর্থনীতিকে রক্ষায় জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত আছে বলে প্যাট্রিক জানায়।
টেক্সাসের রিপাবলিক্যান সদস্য ড্যান প্যাট্রিক বলেছে, ‘পুরো দেশ ত্যাগ স্বীকার করুক তা আমি চাই না। আমি শত শত মানুষের সঙ্গে কথা বলেছি আর সবাই প্রায় একই কথা বলেছে: আমরা পুরো দেশ হারাতে পারি না। আমাদের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে’।