অভাবের তাড়নায় রিকশাচালকের আত্মহত্যা

‘এমপিওভুক্ত না হওয়ায়’ স্কুলশিক্ষকের আত্মহত্যা

সাভার সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় এনামুল হক নামে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। পাওনাদারের টাকা না দিতে পেরে আত্মহত্যা করেন তিনি।

গতকাল শুক্রবার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ভোরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এনামুল।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে খেজুর বাগান এলাকার এক দোকানি এনামুলের বাসার এসে পাওনা টাকা দাবি করেন। ধারণা করা হচ্ছে সেই টাকা না দিতে পেরে শুক্রবার ভোরে গলায় ফাঁস দেন তিনি। প্রতিবেশীরা জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, এনাম মেডিকেল হাসপাতাল থেকে এনামুলের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাওনা টাকা না দিতে পেরে আত্মহত্যা করেছেন তিনি।