অবশেষে সরকারিভাবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগ করছে যুক্তরাষ্ট্র

অবশেষে সরকারিভাবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ত্যাগ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘকে এক আনুষ্ঠানিক চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে মার্কিন সরকার। এর আগে গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার ঘোষণা দিয়েছিলো দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানায়, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্রও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আনুষ্ঠানিক নোটিশ দিলেও সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের পুরোপুরি বেরিয়ে যেতে এক বছর সময় লাগবে। ২০২১ সালের ৬ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে আসছিলো এবং ট্রাম্প এই সংস্থাকে চীনের অনুগত একটি প্রতিষ্ঠান বলে দাবি করে আসছে।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ন্ত্রণ পুরোপুরি চীনের হাতে। তাছাড়া, করোনা রুখতে এবং করোনা পরবর্তী পরিস্থিতিতে যে সংস্কারের প্রয়োজন, তা করে উঠতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে চলতি বছরের মে মাসে ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলো ট্রাম্প।