অনিয়ম, ঘুষ ও হয়রানির অভিযোগে ঢাকা শিশু হাসপাতালে

অনিয়ম, ঘুষ ও হয়রানির অভিযোগে ঢাকা শিশু হাসপাতালে

নিউজ ডেস্ক :  বিভিন্ন অনিয়ম, ঘুষ ও হয়রানির অভিযোগে ঢাকা শিশু হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রাউফুল ইসলামের নেতৃত্বে আজ (মঙ্গলবার) এ অভিযান পরিচালিত হয়।

সরেজমিন অভিযানে দুদক টিম প্রমাণ পায় হাসপাতালের চিকিৎসকরা যথাসময়ে হাসপাতালে হাজির হন না। টিম মে-জুন মাসের বায়োমেট্রিক হাজিরা খতিয়ে দেখে। এ ছাড়া একজন চিকিৎসক দীর্ঘদিন অনুপস্থিত রয়েছে বলেও জানতে পারে।
এ ছাড়া আরও কয়েকজন চিকিৎসকের সঠিকভাবে হাসপাতাল উপস্থিত না হওয়ারও প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে ব্যবস্থা নিতে হাসপাতালের পরিচালককে পরামর্শ দেয় দুদক টিম।

দুদক টিম আরও জানতে পারে, হাসপাতালের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার বিভিন্ন অনিয়মের বিষয়ে একটি প্রশাসনিক তদন্ত প্রতিবেদন ব্যবস্থাপনা বোর্ডের নিকট কিছু সুপারিশসহ দাখিল করা হয়েছিল, কিন্তু সেই সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

দুদক টিম অবিলম্বে ওই রিপোর্টের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণে হাসপাতালের পরিচালককে পরামর্শ প্রদান করে।