অত্যধিক আত্মহত্যা, বছরে জাপানের ক্ষতি ৩২ বিলিয়ন ডলার

অত্যধিক আত্মহত্যা, বছরে জাপানের ক্ষতি ৩২ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের অর্থনৈতিক পরিস্থিতি আরো নাজুক হওয়ার বড় আরেকটি কারণ হলো অত্যাধিক আত্মহত্যার হার। সে দেশে বিষন্নতা যেন এক মহামারী।

বিস্মিত হওয়ার মত খবর যখন জানা যায় যে, এ দুটি অস্বাভাবিকতার দায়ে জাপানের অর্থনৈতিক ক্ষতি ২.৭ ট্রিলিয়ন ইয়েন সমপরিমাণ ৩২ বিলিয়ন মার্কিন ডলার (২ লাখ ৭২ হাজার কোটি টাকা)। এর উল্লেখযোগ্য একটা অংশ ব্যয় হয় বিষণœতা দূর করার পেছনে।

সর্বোচ্চ আত্মহত্যার হারের দেশগুলোর একটি হচ্ছে জাপান। সেখানে প্রতিদিন গড়ে প্রায় ৮৮ জন বিষন্নতায় আত্মহত্যা করে। গত বিশ বছর ধরে প্রতিবছর সে দেশে আত্মহত্যাকারীর সংখ্যা প্রায় ৩২ হাজার।

আত্মহত্যার হার কমানোর চেষ্টায় সরকার শেষপর্যন্ত একাকীত্ব ঘুচাতে আলাদা মন্ত্রণায়লও খুলেছে। কিন্তু এতেও তেমন একটা ফল আসছে না। টানা ২১ বছর ধরে আত্মহত্যার সংখ্যাটা ৩০ হাজারের ওপরেই থেকে যাচ্ছে।